Sobujbangla.com | জিম্বাবুয়ের নির্বাচনে ক্ষমতাসীনদের জয়
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

জিম্বাবুয়ের নির্বাচনে ক্ষমতাসীনদের জয়

  |  ০৮:২৬, আগস্ট ০১, ২০১৮

ভোট ডাকাতির নানা অভিযোগসহ জিম্বাবুয়েতে অনুষ্ঠিত নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনে ক্ষমাতসীন দল জানু-পি-এফ পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে আজ মঙ্গলবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, জানু পিএফ পার্টি ১০৯ আসনে জয় লাভ করে। অন্যদিকে বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ ৪১ আসনে জয় পায়। এখনো ৫৮ আসনের ফল ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে গ্রামের আসনে প্রায় সবকটিতেই জয়লাভ করেছে জানুপিএফ পার্টি। তবে শহরের আসনগুলোতে সংখ্যাগরিষ্ঠতা পায় বিরোধী দল ডেমোক্রেটিক চেঞ্জ।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশটিতে ২১০ আসনের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সরকার গঠন করে সংবিধান পরিবর্তন করতে হলে জানু পিএফ পার্টিকে আরও ৩০ আসনে জয়লাভ করতে হবে।

এদিকে নির্বাচনী আসনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে। সে হিসেবে নানগাওয়া-ই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা। এদিকে ফল ঘোষণার আগে বিরোধীদলের প্রধান ও প্রেসিডেন্ট প্রার্থী নিজের বিজয় ঘোষণা করেন। এর আগে ফল ঘোষণায় দেরি করার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক হাত নেন চ্যামিশা।

নির্বাচনে অনিয়ম ও ভোট ডাকাতি হয়েছে বলেও অভিযোগ আনেন চ্যামিশা। শুধু তাই নয়, নগরের আসনগুলোর ফল ঘোষণার পরই রাস্তায় নেমে পড়ে লাল টি শার্ট পড়া বিরোধীরা। এসময় তাদের হঠাতে জলকামান ব্যবহার করে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ