Sobujbangla.com | ব্রেক্সিট বিতর্কে পদত্যাগ করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ব্রেক্সিট বিতর্কে পদত্যাগ করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

  |  ১৯:২৪, জুলাই ০৯, ২০১৮

ব্রেক্সিট নিয়ে বিতর্কের জের ধরে পদত্যাগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। আজ সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার পরিকল্পনা পার্লামেন্টে পেশের পরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে একই কারণে জনসনের কয়েক ঘণ্টা আগে পদত্যাগ করেন ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস।

বিবিসি বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানান, আজ বিকেলে বরিস জনসনের পদত্যাগপত্র গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তাঁর জায়গায় আরেকজনের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া দায়িত্ব পালনের জন্য জনসনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিবিসির রাজনৈতিক সম্পাদক লরা কুয়েনসবার্গ বলেন, এই দুইজনের পদত্যাগ প্রধানমন্ত্রী মের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এই পরিস্থিতি পুরোমাত্রায় সংকটে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। জনসন একজন সাধারণ মন্ত্রীই ছিলেন না, তিনি ২০১৬ সালের গণভোটে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে একটি সূত্র জানায়, যদি তিনি ব্রেক্সিট পরিকল্পনা বাদ না দেন তাহলে একের পর এক মন্ত্রী পদত্যাগ করবেন।

২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ব্রিটেনের জনগণ যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার পক্ষে ভোট দেয়। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যা

এ বিভাগের অন্যান্য সংবাদ