Sobujbangla.com | এভ্রিলের নায়ক শাকিব
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

এভ্রিলের নায়ক শাকিব

  |  ১৫:২২, জুলাই ০২, ২০১৮

বাংলাদেশ` দিয়ে আলোচনায় আসা জান্নাতুল নাঈম এভ্রিল এবার বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। শুরুতেই ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন এমনটাই জানা গেছে। ছোট পর্দায় অভিনয়ের পর দীর্ঘ দিন থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল এভ্রিল সিনেমায় অভিনয় করবেন। এবার সে গুঞ্জন বাস্তবে পরিণত হতে যাচ্ছে।

এভ্রিল বলেন, শাকিব খানের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের জন্য গত ২৯শে জুন আলোচনা হয়েছে। ছবিতে কাজের জন্য আমি চূড়ান্তও হয়েছি। তবে এখনই এ বিষয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না।

এভ্রিল আরও বলেন, চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি এটা আমার জন্য যারপরনাই আনন্দের। বলা যায় আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। শাকিব ভাইয়ের বিপরীতে একজন নায়িকা থাকবে। নায়িকা চরিত্রে আমিই অভিনয় করব। শাকিব ভাই আমাকে নাচ শিখতে বলেছেন। তাঁর পরামর্শে আমি ক্ল্যাসিকাল নাচের প্র্যাকটিস করছি। ভালো করে ফাইট এবং অভিনয় শিখতে বলেছেন। মেনে চলছি।

এভ্রিল বলেন, ছবির নাম ও পরিচালকের নাম এখনই বলতে চাচ্ছি না। ১৫ই জুলাইয়ের পর এ বিষয়ে বিস্তারিত জানাবে তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ