Sobujbangla.com | কয়েক ঘণ্টা পরেই রাশিয়া কাপের জমকালো উদ্বোধন
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

কয়েক ঘণ্টা পরেই রাশিয়া কাপের জমকালো উদ্বোধন

  |  ১৪:০৭, জুন ১৪, ২০১৮

আর কয়েক ঘণ্টা পরেই ফিফা বিশ্বকাপ ২০১৮ শুরু হচ্ছে। তার আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ৮০ হাজার দর্শক ধারণক্ষম রাশিয়ার লুঝিনিকি স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠানটি। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব। তার আধঘণ্টা (রাত ৮.৩০ মিনিটে) আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মাঠে থাকবেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো। এছাড়া অন্যান্য দেশের ফুটবল ফেডারেশনের সভাপতিরা উপস্থিত থাকবেন রাশিয়া বিশ্বকাপ-২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়া এবং অনান্য দেশের সাংস্কৃতিক এতিহ্য নিয়ে প্রায় ৫০০ নৃত্যশিল্পী এবং ব্যায়ামবিদ পারফর্ম করবেন। এছাড়া ইংল্যান্ডের অন্যতম সেরা সংগীত শিল্পী রবি উইলিয়ামের অনান্য বিদেশি পারফর্মদের সঙ্গে পারফর্ম করার কথা আছে। বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের মধ্যে বাংলাদেশ টেভিলিশন এবং মাছরাঙা টেলিভিশনে উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে। এছাড়া সনি ইএসপিএন দেখাবে উদ্বোধনী অনুষ্ঠান।

এরপর মাঠে নামবে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন ব্রাজিলের রোনালদো। থাকবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। লুঝিনিকির পাশাপাশি মস্কোর রেড স্কয়ারে আরও একটি কনসার্ট হওয়ার কথা আছে। সেখানেও কিছু বড় বড় তারকারা পারফর্ম করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ