Sobujbangla.com | শতভাগ ফিট নন নেইমার
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

শতভাগ ফিট নন নেইমার

  |  ১৯:১৯, মে ২৯, ২০১৮

তোরজোর শুরু হয়ে গেছে রাশিয়া বিশ্বকাপের। দিন-তারিখের দিকে তাকালে দেখা যাচ্ছে বাকি আর মাত্র ১৬ দিন। ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের শুধু আক্রমণভাগটাই নয় বরং পুরো দলই তাকিয়ে আছে নেইমার ডি সিলভার দিকে। তবে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই জানালেন শতভাগ ফিট এখনো হতে পারেননি তিনি।
পায়ের পাতার হাড় ভেঙে প্রায় তিন মাস ধরেই মাঠের বাইরে নেইমার। ফুটবলের সবচেয়ে বড় আসরের আর মাত্র দুই সপ্তাহের মতো বাকি থাকলেও এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) এই ফরোয়ার্ড।
গত রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার নিজেই বলছেন তাঁর ফিটনেস প্রসঙ্গে, ‘আমি এখনো ১০০ ভাগ ফিট হইনি। সময়ের সঙ্গে সঙ্গে আশা করি ফিটনেসটা ফিরে আসবে। নড়াচড়ায় কিছুটা অস্বস্তি এখনো আছে। যদিও ফেরার আগে আরো সময় পাচ্ছি।’
আগামী ৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে ব্রাজিল। সে ম্যাচ দিয়েই নেইমারকে মাঠে ফিরতে দেখতে চায় ভক্ত-সমর্থকরা। তবে সে ম্যাচের আগে ফিটনেস ফিরে পাবেন কি না সে নিয়েও সংশয়ে আছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
নেইমারের ভাষ্যে, ‘খেলার জন্য আমি প্রস্তুত। কিছুই আমাকে দমাতে পারবে না। তবে হ্যাঁ, প্রায় তিন মাস ধরে আমি মাঠের বাইরে। এই কারণেই একটু ভয় ভয় লাগছে। কিন্তু এটা আমাকে থামাতে পারবে না।’
আসছে ১৭ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমাররা। ‘ই’ গ্রুপে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ