Sobujbangla.com | আফগান সিরিজের দলে ফিরলেন মোসাদ্দেক
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

আফগান সিরিজের দলে ফিরলেন মোসাদ্দেক

  |  ১০:৩৭, মে ২০, ২০১৮

গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ সময় পর আবার বাংলাদেশ দলে দেখা যাবে এই ডানহাতি ব্যাটসম্যানকে। আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা করে নিয়েছেন তিনি।
বাংলাদেশের এই ১৫ সদস্যের চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি ইমরুল কায়েস, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান। শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে ভালো নৈপুণ্য দেখাতে না পারলেও দলে নাম আছে ওপেনার সৌম্য সরকারের। তাঁর প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমাদেরও সৌম্যকে নিয়ে কিছু সংশয় ছিল। কিন্তু অধিনায়ক ও কোচের পরামর্শে শেষ পর্যন্ত তাঁকে রাখা হয়েছে।
আগামী ৩, ৫ ও ৭ জুন ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এটিই হবে দুই দেশের প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ।
১৫ সদস্যের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, রুবেল হোসেন ও আবু জায়েদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ