দুর্নীতি মামলায় খালেদার ৪ মাসের জামিন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৪ মাসের জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার (১২ মার্চ) দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। এসময় ৪ মাসে আপিল শুনানির জন্য পেপার বুক তৈরির নির্দেশ দিয়েছেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাভোগ করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
হাইকোর্টে খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন, সরকার হস্তক্ষেপ করেনি।
বিএনপি নেতা ব্যরিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘এই রায়ে আমরা আনন্দিত। এক মাএসরও বেশি সময় তিনি (খালেদা জিয়া) জেলে ছিলেন, সে জন্য আমাদের খারাপ লাগে, তবে আজ আমরা আনন্দিত। এখন খালেদা জিয়ার মুক্তির আর কোনো বাধা নেই।’
গতকাল রোববার খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে নথি না আসায় আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় বিচারিক আদালতে খালেদা জিয়ার সাজার রায় হয়। তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন নিম্ন আদালত।