Sobujbangla.com | অন্তত টি-২০ দলে জায়গা ধরে রাখতে চান সৌম্য
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

অন্তত টি-২০ দলে জায়গা ধরে রাখতে চান সৌম্য

  |  ২০:৪৫, ফেব্রুয়ারি ১২, ২০১৮

টি-টোয়েন্টি সিরিজ উপভোগ্য হবে। টেস্ট সিরিজের স্মৃতি ভুলে টি-টোয়েন্টি সিরিজে নতুন করে শুরু করতে চাই। এমনটাই জানিয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফেরা সৌম্য সরকার।
দলে ফিরবেন এই বিশ্বাস ছিলো সৌম্যের। এবার সুযোগটা লুফে নিতে চান ব্যাটিংয়ে সামর্থ্যের সেরাটা ঢেলে দিয়ে।

দলে সুযোগ পাওয়া এক ঝাঁক নতুন ক্রিকেটার। তাই ক্যামেরার চোখ আফিফ, জাকির, মেহেদী, রাহিদের দিকে। ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট সিরিজে ধাক্কা খেয়ে এলোমেলো বাংলাদেশ দল। বেশ কয়েকজন নতুন মুখ নিয়েছে সাহসের সাথেই। তবে এই টগবগে তরুণদের মাঝেই সম্ভাবনা দেখছেন সৌম্য সরকার।

‘টি-২০ তে এসে যদি ওয়ানডে, টেস্টের চিন্তা করি তাহলে অবশ্যই এটাও প্রভাব পড়বে। আর যদি আপনি, টি-২০’র চিন্তা করেন, নতুন ফরম্যাট আর বেশিরভাগ খেলোয়াড়ই এখানে এসেছে নতুন যারা টেস্ট এবং ওয়ানডে খেলেনি। তাই আমার কাছে মনে হয় না যে, ওদের মাথায় এগুলো থাকবে।’

অফ ফর্মের কারণে সৌম্য বাদ পড়েছিলেন। কিন্তু শর্ট ফরম্যাটে দুর্দান্ত তিনি। সবশেষ দক্ষিণ আফ্রিকায় দুটি টি-টোয়েন্টিতে নাস্তানাবুদ করেছিলেন প্রতিপক্ষের বোলারদের। তাই আপোষহীন সৌম্য এই ফরম্যাট উপভোগ করেন দারুণ ভাবে।

‘সবশেষ পারফর্মগুলোর মতো যদি টি-২০তে ব্যাটিং করতে পারি। আর সেটা যদি ধরে রাখতে পারি তাহলে অবশ্যই ভালো করতে পারবো।’

দল থেকে বাদ পড়ে কঠিন বাস্তবতা উপলব্ধি করেছেন। অবশ্য এই বাস্তবতাই সৌম্যকে পেশাদার করে তুলেছে আরো অনেক বেশি।

‘সামনে আমার দুইটা টি-২০। এই দুইটাতে যেহেতু আছি, এখানে ভালো পারফর্ম করে অন্তত টি-২০ দলে থাকতে চাই।’

সব কিছু ঠিক থাকলে, বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তামিমের সাথে বাংলাদেশের হয়ে ওপেন করবেন সৌম্য সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ