১১টি দেশের শরণার্থীদের প্রবেশ প্রক্রিয়াটি ৯০ দিন পর্যালোচনায়
প্রকাশিত হয়েছে | ১৫:০৭, অক্টোবর ২৫, ২০১৭
কয়েকটি দেশের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা চার মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। এরপরও ১১টি দেশের শরণার্থীদের প্রবেশ প্রক্রিয়াটি ৯০ দিন পর্যালোচনায় রাখবে ট্রাম্প প্রশাসন।
মঙ্গলবার ট্রাম্প প্রশাসন এ তথ্য জানায়। বিশেষ পর্যালোচনার আওতাধীন ওই ১১টি দেশের বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মুসলিম দেশ। ট্রাম্প প্রশাসনের নথি থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত কিছু শরণার্থীর সঙ্গে পরিবারের পুনর্মিলন কর্মসূচিও সাময়িক বন্ধ থাকবে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা সুরক্ষায়, এসব ব্যবস্থা নেয়া হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার ওইসব দেশের শিক্ষার্থীদের বিষয়টিও ৯০ দিন পর্যালোচনা করবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ