৬৪তম জাতীয় পুরস্কারের মঞ্চে কে পেল সেরার শিরোপা
প্রকাশিত হয়েছে | ১২:০৯, এপ্রিল ০৭, ২০১৭

৬৪তম জাতীয় পুরস্কারের মঞ্চে এবার বাংলার জয়জয়কার৷ শুক্রবার ন্যাশানাল মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান৷ যে অনুষ্ঠানে নিরজা ছবিটি কেড়ে নিয়েছে সেরা হিন্দি ছবির শিরোপা৷ রুস্তম ছবিতে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার খেতাব পেলেন অক্ষয় কুমার৷ নিরজা ছবিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মান পেলেন সোনাম কাপুরও৷ সেরা মারাঠি ছবির খেতাব পেলেন দশক্রিয়া৷ সেরা গুজরাটি ছবির শিরোপা পেল রং সাইড রাজু ছবিটি৷ সেরা তামিল ছবি হিসেবে জোকার ছবির কপালে জুটল সেরার তকমা৷ যে ছবিটিতে পরিচালক রাজু মুরুগান৷
এ বিভাগের অন্যান্য সংবাদ