Sobujbangla.com | ক্যাসিনোতে যাওয়ার ঘটনা তদন্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তারা যদি নিয়ম ভেঙ্গে থাকে তবে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

ক্যাসিনোতে যাওয়ার ঘটনা তদন্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তারা যদি নিয়ম ভেঙ্গে থাকে তবে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

  |  ১৫:৪৬, অক্টোবর ২৪, ২০১৭

দক্ষিণ আফ্রিকায় তিন ক্রিকেটারের ক্যাসিনোতে যাওয়ার ঘটনা তদন্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তারা যদি নিয়ম ভেঙ্গে থাকে তবে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে হেরে হোয়াইট ওয়াশ হওয়ার পর তিন ক্রিকেট- নাসির হোসেন, তাসকিন আহমেদ এবং শফিউল ইসলাম ইস্ট লন্ডনের একটি ক্যাসিনোতে যান বলে অভিযোগ উঠেছে।

নিয়ম অনুযায়ী রাত ১০টার মধ্যে দলের সবার হোটেলে থাকার কথা। কিন্তু এ নিয়ম মানেননি তারা। রাত ১১টা পর্যন্ত হোটেলে ফিরে না আসার অভিযোগ ওঠে এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে।

তবে এ বিষয়ে অবগত নন বলে জানান, দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু। নান্নু বলেন, ‘এই ব্যাপারে আমি তাদের জিজ্ঞেস করে জানলাম, ওরা রাতের খাবার খেতে গিয়েছিল। সেখানে যদি ক্যাসিনো থাকে, ওখান দিয়ে তো যেতেই পারে। তবে আমাকে ওরা বলেছে, জুয়া খেলার মতো কিছু করেনি। আর সেখানে দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স, রাবাদারা ছিল। তাদের সঙ্গেও আড্ডা দিয়েছে তাই দেরি হয়েছে।’

তবে ঘটনাটি এখানেই শেষ নয়, এটির তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নান্নু। তিনি জানান, ‘আমি এয়ারপোর্টে ওদের মৌখিকভাবে জিজ্ঞেস করেছি। ব্লুমফন্টেইনে গিয়ে যখন টিম মিটিং হবে, সেখানে এসব নিয়ে তিনজনকে বিস্তারিত জিজ্ঞেস করা হবে।’

নান্নুর কথার প্রতিফলন বোর্ড সভাপতির মুখেও।

‘আমরা অবশ্যই ঘটনার তদন্ত করবো এবং তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’ আসছে বিসিবির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার পর বলছিলেন পাপন।

‘সফরের পর টিম ম্যানেজমেন্টের কাছ থেকে প্রতিবেদনটা পেতে দিন। এটা যদি কোন একজন ক্রিকেটারের বিষয় হতো তাহলে আমরা কঠোর পদক্ষেপ নিতাম। কিন্তু এখানে তিনজন ক্রিকেটার জড়িত এবং আমাদের কিছুটা সময় দরকার।’

পাপনের মতে তারা হোটেলে দেরি করে ফিরলেও ক্যাসিনোতে জুয়া খেলা বা অনৈতিক কিছু করেনি।

‘তারা ১০ টা ৩৪ মিনিটে ফিরেছিলো যেখানে সবার ১০টার মধ্যে ফেরার কথা। এটা একটা ভুল এবং আমাদের বিষয়টা দেখতে হবে তবে আমি যতটুকু জানতে পেরেছি তা হলো তারা জুয়া খেলেনি এবং সেখানে শুধু খাবার খেয়েছে।’

পাপন পরিষ্কার করে বলেন, ‘তারা নিকটবর্তী একটি শপিংমলে গিয়েছিলো যেখানে তাদের সঙ্গে এবি ডি ভিলিয়ার্স এবং রাবাদার দেখা হয়। এরপর তাদের সঙ্গেই ক্যাসিনোতে যায়।’

শেষ ওয়ানডেতে ২০০ রানের বিশাল ব্যবধানে হারের মাত্র তিন ঘন্টা পর ক্যাসিনোতে যান ক্রিকেটাররা। আর এ কারণেই প্রশ্নটা উঠেছে বেশি করে। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজেও বাজেভাবে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ