কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের ঘোষণা করল স্পেন

স্বাধীনতার ঘোষণা দেয়ার হুমকি দেয়ায় আগামী শনিবার থেকে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের ঘোষণা দিয়েছে স্পেনের কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়।
প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে স্বাধীনতার দাবি থেকে সরে না আসায় এবং স্বাধীনতা ঘোষণার বিষয়টি প্রত্যাহার না করায়, আগামী শনিবার থেকে কাতালোনিয়ার ওপর ১৫৫ ধারা কার্যকরের পদক্ষেপ গ্রহণ করা হবে।
এছাড়াও, কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের প্রক্রিয়া শুরু করতে শিগগিরই মন্ত্রীসভার জরুরী বৈঠক ডাকা হবে বলেও জানানো হয়। এর আগে স্বাধীনতার দাবি থেকে সরে আসতে স্পেন সরকারের বেধে দেয়া নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কয়েক মিনিট আগে, প্রধানমন্ত্রী মারিয়ারো রাহয়কে চিঠি পাঠান কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুইদেমন্ত। এতে বলা হয়, সংকট নিরসনে স্পেন সরকার আলোচনার বসতে রাজি না হলে, স্বাধীনতার ঘোষণার বিষয়ে কাতালান পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করা হবে।
গত পহেলা অক্টোবর স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে বেশিরভাগ কাতালান এর পক্ষে রায় দিলে, স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণাপত্রে সাক্ষর করেন প্রেসিডেন্ট পুইদেমন্তসহ কাতালান পার্লামেন্টের অন্যান্য সদস্য।
একইসঙ্গে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে স্পেন সরকারের সঙ্গে আলোচনার আগ্রহের কথাও জানান তিনি।