Sobujbangla.com | কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের ঘোষণা করল স্পেন
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের ঘোষণা করল স্পেন

  |  ১২:৩৮, অক্টোবর ১৯, ২০১৭

স্বাধীনতার ঘোষণা দেয়ার হুমকি দেয়ায় আগামী শনিবার থেকে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের ঘোষণা দিয়েছে স্পেনের কেন্দ্রীয় সরকার।

বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়।

প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে স্বাধীনতার দাবি থেকে সরে না আসায় এবং স্বাধীনতা ঘোষণার বিষয়টি প্রত্যাহার না করায়, আগামী শনিবার থেকে কাতালোনিয়ার ওপর ১৫৫ ধারা কার্যকরের পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়াও, কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের প্রক্রিয়া শুরু করতে শিগগিরই মন্ত্রীসভার জরুরী বৈঠক ডাকা হবে বলেও জানানো হয়। এর আগে স্বাধীনতার দাবি থেকে সরে আসতে স্পেন সরকারের বেধে দেয়া নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কয়েক মিনিট আগে, প্রধানমন্ত্রী মারিয়ারো রাহয়কে চিঠি পাঠান কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুইদেমন্ত। এতে বলা হয়, সংকট নিরসনে স্পেন সরকার আলোচনার বসতে রাজি না হলে, স্বাধীনতার ঘোষণার বিষয়ে কাতালান পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করা হবে।

গত পহেলা অক্টোবর স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে বেশিরভাগ কাতালান এর পক্ষে রায় দিলে, স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণাপত্রে সাক্ষর করেন প্রেসিডেন্ট পুইদেমন্তসহ কাতালান পার্লামেন্টের অন্যান্য সদস্য।

একইসঙ্গে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে স্পেন সরকারের সঙ্গে আলোচনার আগ্রহের কথাও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ