প্রকৃতির অপার সৌন্দর্য
এই গ্রীষ্মেই ১৫০-এ পা রাখছে কানাডা। উত্তর আমেরিকার দেশ কানাডা একটি বিশাল দেশ। আয়তনে বিশ্বের দ্বিতীয় দেশটি প্রাকৃতিক শোভায় অনন্য। এদেশে প্রকৃতি নির্মল। অপার প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন হলো রকি পর্বতমালা।
পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু রকি পর্বতমালা। এখানকার একটি অনন্য আকর্ষণ হলো পর্বতমালার ভেতর দিয়ে চলাচল করা ট্রেন। এই ট্রেন থেকে দেখা যায় রকি পর্তবমালার অনন্য সৌন্দর্য। ভেনকুভার থেকে ট্রেনযোগে বানফে যাওয়ার পথে বিভিন্ন ধরনের বিরল প্রাণীর দেখা মেলে। দেখা যায় সবুজ শ্যামল প্রকৃতি। যা দেখছে চোখ জুড়িয়ে যায়। পর্যটক বিমোহিত হন এই সৌন্দর্যে।
রকি পর্বতমালায় ট্রেন থেকে দেখা যায় বিভিন্ন ধরনের হরিণ, ঈগল ও কালো ভাল্লুক ছাড়াও বহু বিরল প্রজাতির প্রাণী। যা মোহিত করে এখানে ঘুরতে আসা পর্যটকদের। দৃষ্টি কেড়ে নেয় রকি পর্বতমালার বন-জঙ্গলও। গাছগাছালি ও ফুলের সৌন্দর্যে মাতোয়ারা হয়ে উঠেন প্রকৃতিপ্রেমীরা। দেখে মনে হবে যেন, প্রকৃতি নিজ হাতে সবকিছু গড়েছে। কোনো খুঁত নেই। পাহাড়ি এলাকায় সবকিছু যেন স্তরে স্তরে সাজানো।