Sobujbangla.com | সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

  |  ১৭:৫৯, আগস্ট ০৪, ২০২২

ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে ও পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলমকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে কালীবাড়ি পয়েন্ট পুলিশ বাধা দেয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করে। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তারেক মিয়ার পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হুশিয়ার আলম, ওবায়দুল ইসলাম, আনোয়ার আলম, কাজী মিসবাহ, সহল চৌধুরী, এইচ এম নাসির, তৌহিদুর রহমান সদস্য শিশির, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক রমজানুল করিম পাপন, সদস্য শাহ রাহুল, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান চৌধুরী সাজু, ছাতক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাকি মোহিত, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোহিনূর আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হারুনর রশীদ হারুন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মমিনুর রহমান পীর শান্ত, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম মিয়া, সদস্য সচিব ছাদিকুর রহমান চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত, সদস্য পাবেল, পৌর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইয়াহিয়া হাসান, যুগ্ম-আহ্বায়ক রাসেল, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক আতাউর রহমান সোহাগ, দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইস্মাউজ্জামান উজ্জ্বল প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলিবর্ষণ ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলমকে হত্যা করায় তীব্র নিন্দা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ