নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, মোহাম্মদীয়া ফুড সিলগালা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনসহ নানান অভিযোগে মোহাম্মদীয়া ফুড সিলগালা করে দিয়ছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে সিলগালা করে দেয়া হয়। জানা যায়, চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, মূল্য তালিকা ও উৎপাদন মেয়াদ, বিএসটিআইয়ের বা জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের অনুমতি, স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক স্বাস্থ্য প্রতিবেদন ছাড়া বেকারীতে কাজে নিয়োজিত কর্মচারী, স্বাস্থ্য রক্ষায় কোন প্রকার গ্লাভস না থাকায়, পঁচা বাসী খামি ব্যবহার সর্বোপরি মানুষের জীবন বিপন্ন করে এমন খাদ্য দ্রব্য উৎপাদন ইত্যাদি অপরাধের দায়ে আজ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারের মোহাম্মদীয়া ফুড এর স্বত্ত্বাধিকারি ধুলচাতল গ্রামের মৃত মোঃ আব্দুল জব্বারের ছেলে মোঃ আব্দুল কাদির (৩৩) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড মোবাইল কোর্টের মাধ্যমে প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করে বন্ধ করা দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই শাহীন এর নেতৃত্বে দল পুলিশ এবং প্রসিকিউশন সহায়তা প্রদান করেন বিএসটিআই ইন্সপেক্টর পারভেজ । নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন জানান, অভিযান অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 