Sobujbangla.com | বাস ভাড়া করে যাত্রী তুলে ডাকাতি করত তারা (ভিডিও)
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

বাস ভাড়া করে যাত্রী তুলে ডাকাতি করত তারা (ভিডিও)

  |  ১৯:৩৪, জানুয়ারি ৩১, ২০২২

রাজধানীর উত্তরায় বাস ডাকাতির ঘটনায় দলনেতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশ। বাস ভাড়া করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে টার্গেট করে যাত্রী তুলতো ডাকাত দল।  গেল ২০ জানুয়ারি রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে টাঙ্গাইল যাওয়ার যাওয়ার জন্য আর কে আর বাসে উঠার পর ডাকাতির শিকার হন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এক ডাক্তার। এ ঘটনায় মামলা হলে রাজধানীসহ বিভিন্ন স্থানে ডাকাত দলে আট সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের ডাকাতি কাজে ব্যবহৃদ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ” ডাকাত দলের এই সদস্যরা ঢাকা, সাভার, টাঙ্গাউলসহ বিভিন্ন সাথানে ডাকাতি করত।” তিনি আরও বলেন, “বেশ কয়েকটি ডাকাত দলকে শনাক্ত করেছি, এবার আটজনকে গ্রেপ্তার করেছি, এদের থেকে তথ্য নিয়ে বাকিদের গ্রেপ্তার করব।”  ডাকাত দলের সদস্যরা বাসের চালক ও হেলপারকে জিম্মি করে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রী মালামাল লুট করার পর সুবিধা জনক স্থানে নেমে যায়। তিনি আরও বলেন, “মধ্যরাতে চার পাঁচ জন যাত্রী থাকলে, এইসব বাসে তারা ওঠে ডাকাতরা, তারপরে যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে। এছাড়া বাস ভাড়া নিয়ে যাত্রী তুলেও ডাকাতি করে তারা।”  এদিকে রাজধানীর মোহাম্মদপুরের বেড়ি বাঁধ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ধারী ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ