জিয়ার নেতৃত্বেই সিলেট ‘শত্রুমুক্ত’ হয় : মেজর (অব.) হাফিজ
প্রকাশিত হয়েছে | ১৯:২৫, ডিসেম্বর ১৮, ২০২১

১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট শহর শত্রুমুক্ত করার স্মৃতিচারন করে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, তৎক্ষালীন সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক এবং পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই বেশ কয়েকটি সম্মূখ সমনে যুদ্ধ করে পাক বাহিনীতে পরাস্ত করে এই পূণ্যভূমি সিলেটকে মুক্ত করা হয়। শনিবার ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ও স্থানীয় নেতৃবন্দে বক্তব্য রাখেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ