আট মাসে ৮৩১ কন্যাশিশু ধর্ষণের শিকার, আত্মহত্যা করেছে ১৫৩
প্রকাশিত হয়েছে | ২০:৪৩, ডিসেম্বর ১৪, ২০২১

চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট এই আট মাসে দেশে ৮৩১ জন কন্যাশিশু ধর্ষণের শিকার ও একই সময়ে ১৫৩ জন আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর সম্পাদক নাছিমা আক্তার জলি। টেকসই উন্নয়নে কন্যাশিশুর নিরাপত্তা ও জেন্ডার সমতা বিষয়ক অনলাইন সভায় অংশ নিয়ে তিনি এই তথ্য জানান। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর উদ্যোগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সভাটি অনলাইনে অনুষ্ঠিত হয়। নাছিমা আক্তার জলি বলেন, আজকের কন্যাশিশুরা আগামী দিনের বিশ্বকে নেতৃত্ব দিবে। ২০৩০-এর মধ্যে এসডিজি অর্জন করতে হলে কন্যাশিশুদের শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য নিশ্চিত করতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ