Sobujbangla.com | র‌্যাব কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আ. লীগের লজ্জা হওয়া উচিত’
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

র‌্যাব কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আ. লীগের লজ্জা হওয়া উচিত’

  |  ২১:০২, ডিসেম্বর ১২, ২০২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য কলঙ্কজনক। এজন্য আওয়ামী লীগের লজ্জা হওয়া উচিত। রোববার (১২ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, র‌্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জার। দুর্ভাগ্য, আওয়ামী লীগ এই অবস্থা তৈরি করেছে। ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা দানবে পরিণত হয়েছে। হরহামেশা এই প্রতিষ্ঠানগুলোকে দলটি ব্যবহার করছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। উনি বিদেশে থাকলে জনগণকে অন্যায়ের বিরুদ্ধে জাগিয়ে তুলবেন। অবৈধ ক্ষমতাসীন সরকার সেটা ভয় পায়। তাই তাকে বাইরে যেতে দিচ্ছেন না। অথচ চিকিৎসকেরা বলছেন, তার বিদেশে চিকিৎসা অতি প্রয়োজন। কিন্তু আওয়ামী লীগ সরকার তাতে কান দিচ্ছে না। উল্টো শিষ্টাচার বহির্ভূত কথা বলছে তারা। কৃষক দলের সভাপতি হাসান জাফিরের সভাপতিত্বে সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদ ফজলুল হক মিলন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার, সহসভাপতি গৌতম চক্রবর্তীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ