Sobujbangla.com | সিলেট চেম্বার নির্বাচন : কারা যাচ্ছেন প্রেসিডিয়ামে
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

সিলেট চেম্বার নির্বাচন : কারা যাচ্ছেন প্রেসিডিয়ামে

  |  ২০:৪৫, ডিসেম্বর ১২, ২০২১

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ সমান সংখ্যক পরিচালক নির্বাচিত হয়েছে। দুই প্যানেলের ১১জন করে পরিচালক নির্বাচিত হয়েছেন। আর নিয়ম অনুযায়ী ১২জন পরিচালকের ভোটেই প্রেসিডিয়াম নির্বাচিত হয়। কিন্তু এই নির্বাচনে দুটি প্যানেলে পরিচালক পদে সমান সমান সংখ্যক প্রার্থী বিজয়ী হওয়ায় প্রেসিডিয়াম গঠন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। রোববার বিকেলে চেম্বারের প্রেসিডিয়ামের ৩টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে সভাপতি পদের বিপরীতে ১ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- সভাপতি পদে অর্ডিনারী শ্রেণীর পরিচালক আব্দুর রহমান জামিল, সিনিয়র সহ সভাপতি পদে এ্যাসোসিয়েট শ্রেণীর পরিচালক জিয়াউল হক ও সহ সভাপতি পদে অর্ডিনারী শ্রেণীর পরিচালক হুমাইয়ুন আহমদ। আর সিলেট সম্মেলিত ব্যবসায়ী পরিষদ থেকে সভাপতি পদে ৩ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন ও সহ-সভাপতি পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি ট্রেড গ্রুপ শ্রেণির পরিচালক আবু তাহের মো.শোয়েব, এসোসিয়েট শ্রেণির পরিচালক তাহমিন আহমদ, অর্ডিনারী শ্রেণীর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ। সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- অর্ডিনারী শ্রেণীর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ ও এসোসিয়েট শ্রেণির পরিচালক তাহমিন আহমদ। আর সহ-সভাপতি পদে ৩ জন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- ট্রেড গ্রুপ শ্রেণির পরিচালক মো.আতিক হোসেন, অর্ডিনারী শ্রেণীর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ ও মুসফিক জায়গীরদার মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে, নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদ ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে সমানসংখ্যক তথা ১১ জন করে প্রার্থী বিজয়ী হওয়ার ফলে চেম্বারের প্রেসিডিয়াম গঠন নিয়ে দেখা দিয়েছে জটিলতা। কোনো প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় এখন সমঝোতা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রেসিডিয়াম গঠনের বিষয়ে জানতে চাইলে চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল বলেন, পরিচালকদের ভোটেই প্রেসিডিয়াম নির্বাচিত হবেন। দুই প্যানেলের পরিচালক সংখ্যা সমান থাকলেও প্রেসিডিয়াম গঠনে কোন সমস্যা হওয়ার কথা নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ