ট্রাকচাপায় নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চালক আটক
সদর উপজেলায় ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদারের (২৩) মৃত্যুর ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন রাতে সদর উপজেলার সোনাপুর থেকে তাকে আটক করা হয়। এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. জসীম উদ্দিন বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা করেছেন। আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী গ্রামের জবেদ আলী মন্ডলের ছেলে মো. মামুন আলী। জানা গেছে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় অজয় মজুমদারের মৃত্যু হয়। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ট্রাকচালককে আগামীকাল বুধবার (৮ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চালককেও আটক করা হয়েছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 