Sobujbangla.com | দু’দিন পরও সন্ধান মেলেনি ট্রলার ডুবিতে নিখোঁজ ২০ জেলের
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

দু’দিন পরও সন্ধান মেলেনি ট্রলার ডুবিতে নিখোঁজ ২০ জেলের

  |  ২১:০৮, ডিসেম্বর ০৭, ২০২১

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরের কাছে সাগর মোহনায় ট্রলার ডুবির ২ দিন পার হলেও নিখোঁজ ২০ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি এখনও। নিখোঁজ জেলে পরিবারে চলছে আহাজারি। রোববার রাতের এ ঘটনায় একজন জেলে উদ্ধার হলেও নিখোঁজ থেকে যান বাকি ২০ জনই। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া ঘাট থেকে আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তরশিবা গ্রামের মো. হোসেনের মালিকানাধীন মা শামসুন্নাহার নামক মাছ ধরার ট্রলার নিয়ে একই উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের বাচ্চু মাঝিসহ ২১ জন জেলে সাগরে মাছ শিকারে যান। পরে ঘূর্ণিঝড়ের খবর পেয়ে তারা গভীর সাগর থেকে ফেরার পথে রোববার রাতে একটি ফিশিং বোট ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ২১ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। পরে পার্শ্ববর্তী পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলারের জেলেরা এক জেলেকে জীবিত উদ্ধার করেন। কিন্তু বাকি ২০ জেলেকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে আব্দুল্লাহপুর ইউনিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ আল এমরান প্রিন্স বলেন, বিষয়টি আসলেই অত্যন্ত পরিতাপের যে দুই দিন অতিবাহিত হলেও এখনও নিখোঁজ জেলেদের কোনও সন্ধান মেলেনি। আমি থানা পুলিশ, কোস্টগার্ড ও নৌপুলিশকে এ বিষয়ে তাগাদা দিলে তাঁরা তাঁদের অপরাগতা ও উদ্ধার সরঞ্জামের অপ্রতুলতার কথা জানিয়ে নৌবাহিনীর কাছে সাহায্য চাওয়ার কথা বলেন। এসময় তিনি নিখোঁজ জেলেদের খোঁজ পেতে এবং তাঁদের উদ্ধারে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে, গতকাল দেয়া ভুল তথ্যের জন্য জনগণ ও সংবাদমাধ্যমের কাছে ভুল শিকার করে ক্ষমা চেয়েছেন চরফ‌্যাশন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমান।  ওইদিন ৮ জেলেকে জীবিত উদ্ধার করার কথা বলা হয় সংবাদকর্মীদের কাছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ