সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা সম্পন্ন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, বেলা ১১টা থেকে কলেজ ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগে মোট ১৮০টি আসনের বিপরীতে ২ হাজার ৪ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৭৪০ জন। অর্থাৎ পরীক্ষায় উপস্থিতির হার ৮৬.৮৩ শতাংশ। এদিকে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরীক্ষা শেষে তিনি বলেন, শতভাগ শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করে এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর হয়েছে। এছাড়া আমাদের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেট বিভাগীয় অঞ্চলের ভর্তি পরীক্ষা ও গুচ্ছ ভর্তি পরীক্ষাও সুষ্ঠু হয়েছে। আজকের পরীক্ষাসহ সবগুলো পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর ছিল। আমাদের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তুষ্ট হয়েছেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. রমেল আহমদ, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভর্তি কমিটির সদস্য সচিব আব্দুর রউফ, শাবিপ্রবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, কলেজ মহাপরিদর্শক মো. তাজিম উদ্দিন প্রমুখ।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 