Sobujbangla.com | চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান আকরাম খান, নাফিস ইকবাল খান ও তামিম ইকবাল খান।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান আকরাম খান, নাফিস ইকবাল খান ও তামিম ইকবাল খান।

  |  ১৬:২৮, আগস্ট ০৮, ২০১৭

চট্টগ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান আকরাম খান, নাফিস ইকবাল খান ও তামিম ইকবাল খান। বাংলাদেশ ক্রিকেটের অবিসংবাদিত নাম আকরাম খান। তারই ভাতিজা বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা নাফিস ইকবাল ও তামিম ইকবাল।

বাবা প্রয়াত ইকবাল খান স্বপ্ন দেখতেন ছেলেদের নিয়ে। ক্রিকেটটা পারিবারিকভাবেই পেয়েছেন দুই ভাই। বাংলাদেশ দলের জার্সি গায়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন চাচা ভাতিজা তিনজনই।

বন্দর নগরী চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় তাদের বাড়ী। চট্টগ্রামের খুবই বিখ্যাত এ খান পারিবার। আর বিখ্যাত হওয়ার কারণ দুইটি। এক খেলাধুলা, দুই খাওয়া দাওয়া। এমনটাই বললেন খোদ তামিম ইকবাল।

দেশের জনপ্রিয় একটি অনলাইন গণম্যাধমকে দেওয়া সাক্ষাত কারে তিনি এ তথ্য দেন। তথ্যটি যদিও আগে থেকেই সবার।

তামিমের ডায়েট করা নিয়ে এক প্রশ্নের জবাবে ড্যাশিং ওপেরার বলেন, ‘‌ডায়েট হয়ত আমাদের সবাই করে। তবে আমার ব্যাপারটা কি, আমি ‘রিচ ফুড’ খেতে বেশি পছন্দ করি। পারিবারিক কারণেই এটা হয়েছে। নতুন করে বলার কিছু নেই। আমাদের পরিবার চট্টগ্রামে দুটি কারণেই বিখ্যাত, খেলাধুলা আর খাওয়া। পারিবারিক ঐতিহ্যে বড় অংশ জুড়ে আছে খাওয়া-দাওয়া। ওই পরিবারের ছেলে হয়ে খাওয়া কন্ট্রোল করা মানে অনেক বড় ত্যাগ আমার।

এ বিভাগের অন্যান্য সংবাদ