Sobujbangla.com | আটকের পর অভিবাসনপ্রত্যাশীরা। ছবি : মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক থেকে নেওয়া।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

আটকের পর অভিবাসনপ্রত্যাশীরা। ছবি : মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক থেকে নেওয়া।

  |  ১৬:১২, জুলাই ২১, ২০১৭

আটকের পর অভিবাসনপ্রত্যাশীরা। ছবি : মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক থেকে নেওয়া।
মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে ১০ জনই শিশু। দেশটির সেগেমবাত দালাম জেলার ‘বুকিত প্রিমা পেলাংগি’ এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কুয়ালালামপুর অভিবাসন দপ্তর স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ওই অভিযান চালিয়েছে। এ সময় প্রায় ১০০টি বাড়িতে অতর্কিত অভিযান চালিয়ে এই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।
কুয়ালালামপুর ‘ইমিগ্রেশন ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটের’ প্রধান মোহাম্মদ শারুল নিজাম ইসমাইল এবং কুয়ালালামপুর ‘ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এনফোর্সমেন্টের’ প্রধান মোহাম্মেদ ইউসুফ খান মোহাম্মদ হাসান ওই অভিযানের নেতৃত্ব দিয়েছেন।
মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্টার’-এর খবরে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে অধিকাংশই ইন্দোনেশিয়ার নাগরিক।এদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ১৬ জন বাংলাদেশি এবং বাকিরা মিয়ানমার ও শ্রীলঙ্কার।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৯ নারী এবং ১০ শিশু রয়েছে বলেও অভিবাসন দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
অভিযানের পর কুয়ালালামপুর ‘ইমিগ্রেশন ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটের’ প্রধান মোহাম্মদ শারুল নিজাম ইসমাইল জানান, এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে বসবাস করছিলেন। আটককৃতদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ