Sobujbangla.com | শূন্য রানেই ৪ উইকেট তুলে ইতিহাস গড়লেন অধিনায়ক নাইকার্ক।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

শূন্য রানেই ৪ উইকেট তুলে ইতিহাস গড়লেন অধিনায়ক নাইকার্ক।

  |  ১৬:২৮, জুলাই ০২, ২০১৭

আজ রোববার লেস্টারে উইন্ডিজ নারী দলের বিপক্ষে বল হাতে শূন্য রানেই ৪ উইকেট তুলে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার নারী দলের অধিনায়ক নাইকার্ক।

গ্রেস রোডে ক্যারিবীয় নারীদের বিপক্ষে বল হাতে নিজের প্রথম তিন ওভারেই একটি করে উইকেট নেন ফন নাইকার্ক। মাঝে একটি উইকেট নেন মারিজান ক্যাপ। এরপর নিচের চতুর্থ ওভারে আরও একটি উইকেট নিয়ে উইন্ডিজ ইনিংসের ইতি টানেন নাইকার্ক। ওই ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৩.২-৩-০-৪।

মেয়ে কিংবা ছেলেদের ক্রিকেটে শূন্য রানে ৪ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে মেয়েদের ওয়ানডেতে শূন্য রানে ৩ উইকেট নেওয়ার কীর্তি ছিল দুজনের। ১৯৯৭ সালে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার অলভিয়া ম্যাগনো এবং ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের বিপক্ষে ইংলিশ পেসার অ্যারন ব্রিন্ডল শূন্য রানে ৩ উইকেট নিয়েছিলেন।

ফন নাইকর্কের এমন ইতিহাস গড়ার দিন মাত্র ২৫.২ ওভারে ৪৮ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরে ৬.২ ওভার ব্যাট করে ১০ উইকেটে বড় জয় তুলে নিয়েছে প্রোটিয়া মেয়েরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ