বিনোদন কেন্দ্রগুলোতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভীড়।
গাজীপুর, জামালপুর, বাগেরহাট ও নাটোরের দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রগুলোতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। প্রতিদিনের জীবনের একঘেঁয়েমি কাটিয়ে একটু আলাদা আমেজে সময় কাটাতে পেরে আনন্দিত নারী-পুরুষ, শিশু-কিশোর’সহ সব বয়সের মানুষ। আর তাদের বিনোদন চাহিদাকে মাথায় রেখে নতুন ভাবে সাজানো হয়েছে বিনোদন কেন্দ্রগুলো।
ঈদের আনন্দকে নতুন মাত্রা দিতে পরিবারের শিশু ও স্বজনদের নিয়ে রাজধানীবাসী ও এর আশেপাশের বিনোদন প্রেমীরা— ভীড় করছেন গাজীপুরের প্রায় শতাধিক বিনোদন পার্কে। বঙ্গবন্ধু সাফারি পার্ক ও নন্দন পার্কেও এখন দর্শনার্থীদের উপচে পড়া ভীর।
জামালপুরে ঈদের ছুটিতে ভ্রমন পিপাশুদের জন্য লুইস ভিলেজ পার্ক, উন্নয়ন সংঘ চাইল্ড সিটি ও পাহাড়ী সৌন্দর্যের লীলাভূমি লাউচাপড়া অবসর বিনোদন ও পর্যটন কেন্দ্র এখন পর্যটকদের পদচারনায় মুখরিত।
বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যের অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, হযরত খানজাহান (রহ.) মাজারসহ বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মূখর হয়ে উঠেছে। নাটোর রাজাবাড়ী আর উত্তরা গণভবনের স্থাপত্য শৈলী ও সৌন্দর্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শনার্থীরা। ঈদের ছুটির আনন্দে এখানে বেড়াতে পেরেই খুশি সবাই।