ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফর শেষে ভারত থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৬ অক্টোবর) রাত ১০টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ।
ভারতের স্থানীয় সময় রোববার রাত ৮টায় দেশটির পালাম এয়ারফোর্স স্টেশন ত্যাগ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি।
এর আগে ৩ অক্টোবর সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিতে চারদিনের রাষ্ট্রীয় সফরে গেলে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।