সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হাইতি।

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হাইতি। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শুক্রবার জাতিসংঘ সদরদপ্তরের বাইরে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন দেশটির বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এসময় প্রেসিডেন্টের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় তারা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে হাইতি মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে জানানো হয়। অর্থনৈতিক ও রাজনৈতিক অচলাবস্থার জন্য প্রেসিডেন্ট জোভেনেল মইসকেই দায়ি করে আসছে তারা। কয়েক মাস ধরেই সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে হাইতিতে। ফেব্রুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ সংঘর্ষে রূপ নিলে প্রাণ যায় ৪১ জন। এরপরই নাগালের বাইরে চলে যায় পরিস্থিতি। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।