ট্রাম্পসহ বিশ্বের ১৫ শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রী
নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতিসংঘ মহাসচিবের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে আয়োজিত এ মধ্যাহ্নভোজে দুই নেতার মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। নিউইয়র্কে তখন সময় বেলা সোয়া একটা। জাতিসংঘ সদর দপ্তরের মূল ভবনের দ্বিতীয় তলার নর্থ ডেলিগেটস লাউঞ্জে মধ্যাহ্নভোজের আয়োজন।
এবারের সাধারণ পরিষদে অংশ নেয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিবের এ আয়োজন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন অনুষ্ঠানে। কিছুক্ষণ পরই সেখানে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুই নেতার মধ্যে প্রথমে কুশল বিনিময়, পরে কিছুক্ষণ আন্তরিক আলাপ।
মধ্যাহ্নভোজে একই টেবিলে বসেন জাতিসংঘ মহাসচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্বের ১৫ শীর্ষ নেতা। পরে সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী।
নিউইয়র্ক সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও বৈঠক হবে প্রধানমন্ত্রীর। অবশ্য এরই মধ্যে অন্তত চারবার সাক্ষাৎ হয়েছে উপমহাদেশের দুই বন্ধু রাষ্ট্র প্রধানের।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 