মিয়ানমারকে চাপ দিতে জাতিসংঘে সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা সমাধানে এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ব্যবহার করবে বাংলাদেশ। মিয়ানমারকে চাপ দিতে সুনির্দিষ্ট প্রস্তাবও তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে এ সব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে রেকর্ড ১১তম বার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৪তম এই অধিবেশনে অংশ নিতে আগামি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে যাবেন তিনি।
এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন পররাষ্ট্রমন্ত্রী জানান, এবারের অধিবেশনে রোহিঙ্গা সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে। বলেন, সংকট সমাধানে চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবে বাংলাদেশ।
আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমার তৈরি করেছে এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমরা আশাবাদী, কারণ অনেক দেশ আমাদের প্রস্তাবগুলো সমর্থন করেছে, যেমন চীন।
সংবাদ সম্মেলন উঠে আসে, আসামের এনআরসি ও কাশ্মীর ইস্যুও। শান্তি ও সমৃদ্ধি বাংলাদেশের চাওয়া উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, দুটোই ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে নীতিগতভাবে আমরা সবার উন্নয়ন চাই।