রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠাবে না বাংলাদেশ’
প্রকাশিত হয়েছে | ১৯:০৫, সেপ্টেম্বর ১১, ২০১৯

পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন বলেছেন, ‘চুক্তি থাকায় রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠাবে না বাংলাদেশ। তবে নিজ দেশের মানুষ ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করতে হবে মিয়ানমারকেই।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গাদের রাখা কোনো সমাধান নয়। তাদের নিজ দেশে ফিরে যাওয়াটাই স্থায়ী সমাধান।মিয়ানমারের রোহিঙ্গারা এনআইডি ও পাসপোর্ট সংগ্রহ করছে এ ব্যাপারে আমরা শক্ত অবস্থানে আছি। রোহিঙ্গারা মিথ্যা তথ্য দিয়ে যাতে এনআইডি সংগ্রহ না করতে পারে তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ