প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার: পরিকল্পনামন্ত্রী

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। এর জন্য প্রয়োজন সঠিক সমন্বয় ও কাজের পরিধি বাড়ানো। চতুর্থ সাউথ এশিয়া ইকোনমিক নেটওয়ার্ক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সহযোগী সংস্থাগুলোও তাদের কার্যক্রম আরও জোরদার করেছে বলেও জানান তিনি।
সময়ের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন আসছে বাংলাদেশের অর্থনীতিতে। যাতে জাতীয় অর্থনীতিতে শহরের পাশাপাশি অবদান বাড়ছে মফস্বলের। ৪র্থ সাউথ এশিয়া ইকোনমিক নেটওয়ার্ক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে দেশের অগ্রগতির নানা চিত্র। স্বাগত বক্তব্যে সংস্থান প্রধান ডক্টর সেলিম রায়হান বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা।
এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সময়ের ব্যবধানে এখন আর গ্রাম ও শহরের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। জানান, সহযোগী সংস্থাগুলোও তাদের কার্যক্রম আরও জোরদার করছে।
অনুষ্ঠানে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ ডক্টর হ্যানস টিমার, বিশ্বব্যাংকের বাংলাদেশ অংশের প্রধান ডক্টর মার্সি টিমবন উপস্থিত ছিলেন। দুই দিনের এ সম্মেলন শেষ হবে রোববার।