Sobujbangla.com | কাঙ্ক্ষিত ঢাকার স্বপ্ন বাস্তবায়নে বিশাল জনগোষ্ঠী প্রস্তুত নয়: খোকন
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

কাঙ্ক্ষিত ঢাকার স্বপ্ন বাস্তবায়নে বিশাল জনগোষ্ঠী প্রস্তুত নয়: খোকন

  |  ১৪:৫৫, সেপ্টেম্বর ০৭, ২০১৯

কাঙ্ক্ষিত ঢাকার স্বপ্ন বাস্তবায়নে এখনও একটি বিশাল জনগোষ্ঠী প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন, দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন। গণপরিবহনে শৃঙ্খলা বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের সাথে, নাগরিকদের আরও সচেতন করতে প্রকৌশলী ও শিক্ষকদের কাজ করতে হবে। এতে সড়কে শৃঙ্খলা আনতে নানা পরামর্শ দেন প্রকৌশলী ও গবেষকরা।
তিলোত্তমা ঢাকা। যে শহরের অর্ধেকের বেশি মানুষের নিত্য যাতায়াতের নির্ভরতা গণপরিবহনে। কিন্তু সেখানেই নৈরাজ্য আর বিশৃঙ্খলা অনস্বীকার্য। এ নিয়ে আলোচনাও চলছে বছরের পর বছর।
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশ ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের আয়োজন করে গোলটেবিল আলোচনা। যাতে উঠে আসে গণপরিবহনে শৃঙ্খলা বিষয়ে নানা পরামর্শ। গবেষক ও পরিকল্পনাবিদরা বলেন, গণপরিবহনের ব্যবসার মডেল পরিবর্তন জরুরি। যাতে ব্যবসায়ী শ্রমিক ও নাগরিকরা সমানভাবে লাভবান হবে। পুলিশের তরফে পরামর্শ নাগরিক সচেতনতা বাড়ানো।
পরে প্রধান অতিথি সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, আধুনিক ব্যবস্থাপনা তৈরির সাথে সাথে, তা ব্যবহারের জন্য শহরের একটা বিশাল জনগোষ্ঠীকে প্রস্তুত করতে হবে। এজন্য প্রকৌশলী, গবেষক ও শিক্ষকদের কাজ করার আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, শুধু অবকাঠামো উন্নত করলেই অবস্থার পরিবর্তন হবে না, নাগরিক মানসিকতায় গুনগত পরিবর্তন আনা জরুরি।

এ বিভাগের অন্যান্য সংবাদ