কাঙ্ক্ষিত ঢাকার স্বপ্ন বাস্তবায়নে বিশাল জনগোষ্ঠী প্রস্তুত নয়: খোকন
কাঙ্ক্ষিত ঢাকার স্বপ্ন বাস্তবায়নে এখনও একটি বিশাল জনগোষ্ঠী প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন, দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন। গণপরিবহনে শৃঙ্খলা বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের সাথে, নাগরিকদের আরও সচেতন করতে প্রকৌশলী ও শিক্ষকদের কাজ করতে হবে। এতে সড়কে শৃঙ্খলা আনতে নানা পরামর্শ দেন প্রকৌশলী ও গবেষকরা।
তিলোত্তমা ঢাকা। যে শহরের অর্ধেকের বেশি মানুষের নিত্য যাতায়াতের নির্ভরতা গণপরিবহনে। কিন্তু সেখানেই নৈরাজ্য আর বিশৃঙ্খলা অনস্বীকার্য। এ নিয়ে আলোচনাও চলছে বছরের পর বছর।
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশ ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের আয়োজন করে গোলটেবিল আলোচনা। যাতে উঠে আসে গণপরিবহনে শৃঙ্খলা বিষয়ে নানা পরামর্শ। গবেষক ও পরিকল্পনাবিদরা বলেন, গণপরিবহনের ব্যবসার মডেল পরিবর্তন জরুরি। যাতে ব্যবসায়ী শ্রমিক ও নাগরিকরা সমানভাবে লাভবান হবে। পুলিশের তরফে পরামর্শ নাগরিক সচেতনতা বাড়ানো।
পরে প্রধান অতিথি সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, আধুনিক ব্যবস্থাপনা তৈরির সাথে সাথে, তা ব্যবহারের জন্য শহরের একটা বিশাল জনগোষ্ঠীকে প্রস্তুত করতে হবে। এজন্য প্রকৌশলী, গবেষক ও শিক্ষকদের কাজ করার আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, শুধু অবকাঠামো উন্নত করলেই অবস্থার পরিবর্তন হবে না, নাগরিক মানসিকতায় গুনগত পরিবর্তন আনা জরুরি।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 