Sobujbangla.com | আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এই ২০২১ থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এই ২০২১ থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না

  |  ১৫:১৫, সেপ্টেম্বর ০৫, ২০১৯

২০২১ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। তিনি বলেন, ‘২০২১ সাল থেকে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় সাময়িক ও বার্ষিক পরীক্ষা থাকছে না। এর পরিবর্তে সারা বছর শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।’ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সচিব বলেন, ‘প্রাথমিকের শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে আমরা প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিই। ২০২১ সালে নতুন পাঠ্যসূচিতে শিক্ষা কার্যক্রম শুরুর আগে ২০২০ সালে পরীক্ষামূলকভাবে ১০০ স্কুলে এ ব্যবস্থা চালু হবে।
সচিব বলেন, ‘এসব বিদ্যালয়ে মাসিক ক্লাস পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ করা হবে। তবে চতুর্থ শ্রেণি থেকে বার্ষিক পরীক্ষা আয়োজন করা হবে।’ তিনি বলেন, ‘শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীর আচার-আচরণসহ সব বিষয় মূল্যায়ন করে গ্রেড দেওয়া হবে।
প্রসঙ্গত, ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের ওপর পরীক্ষার চাপ কমানোর জন্য তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না নেওয়ার এই নির্দেশনা ছিল।
শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘এটি প্রক্রিয়াধীন।’ বিভিন্ন মন্ত্রণালয়ে ফাইল চালাচালি চলছে বলেও তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ