প্রধানমন্ত্রী অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সমুদ্রের সুস্থ পরিবেশ যেন বিঘ্নিত না হয়

অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে গিয়ে সমুদ্রের সুস্থ পরিবেশ যেন বিঘ্নিত না হয় সেদিকে নজর দিতে, ভারত মহাসাগরীয় আঞ্চলিক জোট আয়োরার সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে জোটের ২ দিন ব্যাপী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সমুদ্র বাস্তুতন্ত্রের বিপর্যয় মেকাবেলায় সমন্বিতভাবে কাজ করার তাগিদও দেন শেখ হাসিনা।
‘ভারত মহাসাগরীয় অঞ্চলের সব সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে টেকসই সমুদ্র অর্থনীতিকে উৎসাহিত করা’ এ প্রতিপাদ্যে ঢাকায় শুরু হলো ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি বিষয়ক ২ দিন ব্যাপী মন্ত্রী পর্যায়ের সম্মেলন। এতে যোগ দিচ্ছেন ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন,আয়োরার ২২ টি সদস্য রাষ্ট্র ও ৯ টি ডায়লগ পার্টনারসহ ৩১ টি দেশের প্রতিনিধিরা।
আন্তর্জাতিক এ মিলনমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন,পরিবেশের ভারসাম্য ধরে রেখে সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার করা গেলে টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে জোটভূক্ত দেশের।
জোটের নানা সীমাবদ্ধতা তুলে ধরে শেখ হাসিনা প্রতিশ্রুতি দেন, জোটের নেতৃত্বে আসার পর তা থেকে উত্তরণে কাজ করবে বাংলাদেশ।
সমুদ্রের পরিবেশ ধ্বংস হলে তা সবার জন্য অমঙ্গল হবে উল্লেখ করে শেখ হাসিনা আহ্বান জানান,জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় কাজ করতে হবে সমন্বিতভাবে।
নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী বিণির্মাণে সম্মিলিত ভূমিকা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।