Sobujbangla.com | অনুপ্রবেশের দায় স্বীকার করে চার বিজিপিকে ফেরত নিল মিয়ানমার
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

অনুপ্রবেশের দায় স্বীকার করে চার বিজিপিকে ফেরত নিল মিয়ানমার

  |  ১৪:০৬, সেপ্টেম্বর ০৪, ২০১৯

বুধবার (০৪ আগস্ট) দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্তে পতাকা বৈঠকের পর এদের হস্তান্তর করা হয়।
গত ২৫ আগস্ট রাতে টেকনাফের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর তীর সীমান্ত থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় বিজিবির সদস্যরা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৪ সদস্যকে আটক করেছিল। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি এমএ-১১ রাইফেল, ১০ টি গুলি, ১ টি টর্চলাইট এবং ৫ টি মোবাইল। জব্দ করা হয় বিজিপি সদস্যদের বহনকারী একটি স্পিড বোট।
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা হলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর নাগকুড়া ব্যাটালিয়ানের মেগচিং ক্যাম্পের ক্যাপ্টেন লি উইন কো ম্যায়েং (৩০), সার্জেন্ট ইয়ানাং তুন (৩১), সার্জেন্ট প্যায়াং গি (২৫) ও সিপাহী ক্য ক্য (২৮)।
আটকদের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে এদের মিয়ানমারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মতে, বুধবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের নেতৃত্ব দেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
মিয়ানমারের ১০ সদস্যের নেতৃত্ব দেন পুলিশের ১ নম্বর সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ক্য উইং।
বৈঠক উভয় দেশের সীমান্ত সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে। শেষে অস্ত্রসহ আটক বিজিপির চার সদস্যকে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠক শেষে সাংবাদিকদের টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ৪ সদস্য বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায় স্বীকার করে তাদের ফিরিয়ে নেন। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না বলেও জানায় মিয়ানমার। এখন অস্ত্রসহ চার বিজিপি সদস্যকে হস্তান্তর করা হলেও পরে নাফ নদীতে দু’দেশের যৌথ টহলের সময় বিজিপির জব্দকৃত স্পিড বোট ফেরত দেয়া হবে বলেও জানান বিজিবি এই অধিনায়ক।

এ বিভাগের অন্যান্য সংবাদ