আবুল কালামকে বদলি, নতুন প্রত্যাবাসন কমিশনার মাহবুব তালুকদার

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. আবুল কালামকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োগপূর্বক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। নতুন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার করা হয়েছে যুগ্মসচিব মাহবুব আলম তালুকদারকে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হওয়া, রোহিঙ্গা শিবিরে এনজিওগুলোর বিতর্কীত কর্মকাণ্ড এবং রোহিঙ্গাদের মহাসমাবেশের কারণে আবুল কালামকে বদলি করা হয়েছে।
তবে বদলি বিষয়ে মো. আবুল কালাম বলেন, আমার দুই বছর পূর্ণ হয়েছে। বিধি অনুযায়ী আমাকে বদলি করা হয়েছে।
এসময় দায়িত্বপালনকালে বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকদের সহযোগিতা পাওয়ায় তাদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।
এদিকে নতুন নিয়োগ পাওয়া মো. মাহবুব আলম তালুকদারকে ৫ সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসান কমিশনার পদে যোগ দিতে বলা হয়েছে।
মাহবুব আলম তালুকদারকে এর আগে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। সেই আদেশ বাতিল করে তাকে সোমবার কক্সবাজারে নতুন দায়িত্ব প্রদান করা হলো।