মাহবুবউল আলম হানিফ, রোহিঙ্গা ইস্যুতে উসকানিমূলক বক্তব্য না দিতে বিএনপির প্রতি আহ্বান জানান।

আন্দোলনে ব্যর্থ হয়ে এখন রোহিঙ্গা ইস্যু কাজে লাগাতে চায় বিএনপি। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএর অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ফাঁদে পড়ে মিয়ানমারের ইচ্ছেমতো কাজ করছে সরকার। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের ফেরাতে তাদের বোঝানোর দায়িত্ব মিয়ানমারেরই।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের কারণে পরিবেশ ও অর্থনীতি প্রভাবিত হলেও জাতীয় ঐক্যের নামে এ নিয়ে বিভেদ সৃষ্টি করছে বিএনপি।
পাবলিক লাইব্রেরিতে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির শোক দিবসের আলোচনায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, রোহিঙ্গা ইস্যুতে উসকানিমূলক বক্তব্য না দিতে বিএনপির প্রতি আহ্বান জানান।
তবে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিংয়ের পর সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজ দেশে ফেরাতে রোহিঙ্গাদের বোঝানোর দায়িত্ব মিয়ানমারের। সমস্যা সমাধানে চীন মধ্যস্থতা করতে চায় বলেও জানান তিনি।