Sobujbangla.com | বঙ্গবন্ধুর নেপথ্য হত্যাকারীদের বিচার করা হবে ড. আবদুস সোবহান গোলাপ এমপি
News Head
 বদলাবে প্রশ্নপত্রের ধরন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর। আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর। তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা। জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান। ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কর্মকর্তাকে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

বঙ্গবন্ধুর নেপথ্য হত্যাকারীদের বিচার করা হবে ড. আবদুস সোবহান গোলাপ এমপি

  |  ১৬:৫৩, আগস্ট ০২, ২০১৯

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি বলেছেন,‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মধ্যে যারা বিদেশের মাটিতে পালিয়ে আছেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আইনের বিচারের দণ্ড কার্যকর করা হবে।’
আগস্টের প্রথম প্রহরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেলোজিনো পার্টি হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণকালে তিনি এসব কথা বলেন।
এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জলন, কালো ব্যাজ ধারণ করে মাসব্যাপি কর্মসূচি ঘোষণা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
এ সময় ড.আবদুস সোবহান গোলাপ বলেন,‘বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যায় নেপথ্যে যারা জড়িত তাদের বিচারের আওতায় এনে বাংলার মাটিতে বিচার করা হবে। অনেকে সে সময় লন্ডনে বসে এ হত্যাকাণ্ডের সমর্থন করেছেন তাদেরকেও চিহ্নিত করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুউদ্দীন আজাদ,সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মাহাবুর রহমান, মহিউদ্দীন দেওয়ান, আব্দুর হাসিব মামুন, হাজী এনাম, কাজী কযেস, ড.মাসুদুল, ইমদাদ চৌধুরী, নুরুল আমিন বাবু, সাখাওয়াত বিশ্বাস, আলী হোসেন গজনবী, আব্দুল হামিদ, জেড. এ জয়, আল আমিন আকন, নান্টু মিয়া, শিবলী সাদিক, মাহফুজসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ