বাড়ি ভাড়া ও টিকেট না করার কারণ জানতে চেয়ে ৫৫টি এজেন্সিকে তলব করেছে হজ অফিস।
হজযাত্রার অষ্টম দিন পর্যন্ত সৌদি আরবে গেছেন মোট ৩৫ হাজার ৮৭ জন হজযাত্রী। এদিকে, এখনো বাড়ি ভাড়া ও টিকেট না করার কারণ জানতে চেয়ে ৫৫টি এজেন্সিকে তলব করেছে হজ অফিস। হজ এজেন্সিগুলোর সংগঠন-হাবের সভাপতি দাবি করেছেন, সৌদি সরকারের নতুন নিয়মের কারণে বাড়ি ভাড়া করতে এজেন্সিগুলোর দেরি হচ্ছে।
এ বছর এক লাখ ২৬ হাজার ৮৯৮ জন হজযাত্রীর মধ্যে ১১ জুলাই রাত ১২টা পর্যন্ত সৌদি আরব গেছেন ৩৫ হাজার ৮৭ জন। নবম দিন শুক্রবারে হজ ফ্লাইট রয়েছে মোট ১৩টি।
এখন পর্যন্ত হজযাত্রী সংকট বা অন্য কারণে ফ্লাইট বিলম্ব বা বাতিলের ঘটনা ঘটেনি। হজ অফিস জানিয়েছে, ৬৯ হাজার ৮৪৬ হজযাত্রীর ভিসা হয়েছে। তবে বাড়ি ভাড়া, টিকেট না করার কারণে ৫৫টি হ্জ এজেন্সিকে তলব করেছে হজ অফিস।
আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম বলেন, আমাদের সিস্টেমে যারা এখনো ভিসার দিক থেকে পিছিয়ে আছে বা টিকেটের দিক থেকে কোনো অসুবিধা আছে কিনা, মক্কা অংশে যারা বাড়ি ভাড়ার দিক থেকে পিছিয়ে আছে কিনা, সব কিছু মিলিয়ে ৫৯৮ থেকে ৫৫টা এজেন্সিকে আমরা বাছাই করেছি।
তবে হাবের সভাপতি শাহাদাৎ হোসাইন তাসলিম জানিয়েছেন, এর দায় পুরোপুরি এজেন্সিগুলোর নয়। তিনি বলেন, সৌদি সরকার হজের ব্যবস্থাপনা শুরু করার কয়েকদিন আগে একটা নতুন আইন করেছে তাসরিয়াহ বা অনুমোদনগুলোকে আবারও পরীক্ষা করব। আসলে দুই-চারটা বাদে সবাই বাড়িভাড়া করেনি।
হাব সভাপতি জানিয়েছেন, এর কারণে কোনো যাত্রীর হজযাত্রা শঙ্কার মুখে পড়বে না।
আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হচ্ছে। এ ছাড়া এবারই প্রথম মক্কা রুট ইনিশিয়েটিভ কর্মসূচির আওতায় ঢাকা থেকে জেদ্দা ডেডিকেটেড হজ ফ্লাইটের যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশনও ঢাকায় করা হচ্ছে।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 