Sobujbangla.com | বাড়ি ভাড়া ও টিকেট না করার কারণ জানতে চেয়ে ৫৫টি এজেন্সিকে তলব করেছে হজ অফিস।
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

বাড়ি ভাড়া ও টিকেট না করার কারণ জানতে চেয়ে ৫৫টি এজেন্সিকে তলব করেছে হজ অফিস।

  |  ১৯:৫৮, জুলাই ১২, ২০১৯

হজযাত্রার অষ্টম দিন পর্যন্ত সৌদি আরবে গেছেন মোট ৩৫ হাজার ৮৭ জন হজযাত্রী। এদিকে, এখনো বাড়ি ভাড়া ও টিকেট না করার কারণ জানতে চেয়ে ৫৫টি এজেন্সিকে তলব করেছে হজ অফিস। হজ এজেন্সিগুলোর সংগঠন-হাবের সভাপতি দাবি করেছেন, সৌদি সরকারের নতুন নিয়মের কারণে বাড়ি ভাড়া করতে এজেন্সিগুলোর দেরি হচ্ছে।
এ বছর এক লাখ ২৬ হাজার ৮৯৮ জন হজযাত্রীর মধ্যে ১১ জুলাই রাত ১২টা পর্যন্ত সৌদি আরব গেছেন ৩৫ হাজার ৮৭ জন। নবম দিন শুক্রবারে হজ ফ্লাইট রয়েছে মোট ১৩টি।
এখন পর্যন্ত হজযাত্রী সংকট বা অন্য কারণে ফ্লাইট বিলম্ব বা বাতিলের ঘটনা ঘটেনি। হজ অফিস জানিয়েছে, ৬৯ হাজার ৮৪৬ হজযাত্রীর ভিসা হয়েছে। তবে বাড়ি ভাড়া, টিকেট না করার কারণে ৫৫টি হ্জ এজেন্সিকে তলব করেছে হজ অফিস।
আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম বলেন, আমাদের সিস্টেমে যারা এখনো ভিসার দিক থেকে পিছিয়ে আছে বা টিকেটের দিক থেকে কোনো অসুবিধা আছে কিনা, মক্কা অংশে যারা বাড়ি ভাড়ার দিক থেকে পিছিয়ে আছে কিনা, সব কিছু মিলিয়ে ৫৯৮ থেকে ৫৫টা এজেন্সিকে আমরা বাছাই করেছি।
তবে হাবের সভাপতি শাহাদাৎ হোসাইন তাসলিম জানিয়েছেন, এর দায় পুরোপুরি এজেন্সিগুলোর নয়। তিনি বলেন, সৌদি সরকার হজের ব্যবস্থাপনা শুরু করার কয়েকদিন আগে একটা নতুন আইন করেছে তাসরিয়াহ বা অনুমোদনগুলোকে আবারও পরীক্ষা করব। আসলে দুই-চারটা বাদে সবাই বাড়িভাড়া করেনি।
হাব সভাপতি জানিয়েছেন, এর কারণে কোনো যাত্রীর হজযাত্রা শঙ্কার মুখে পড়বে না।
আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হচ্ছে। এ ছাড়া এবারই প্রথম মক্কা রুট ইনিশিয়েটিভ কর্মসূচির আওতায় ঢাকা থেকে জেদ্দা ডেডিকেটেড হজ ফ্লাইটের যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশনও ঢাকায় করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ