Sobujbangla.com | ১৫ আগস্টের মূল পরিকল্পনাকারীদেরও বিচার হবে: প্রধানমন্ত্রী
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

১৫ আগস্টের মূল পরিকল্পনাকারীদেরও বিচার হবে: প্রধানমন্ত্রী

  |  ১৭:০৬, জুলাই ০৩, ২০১৯

১৫ আগস্টের খুনীদের বিচার হলেও মূল পরিকল্পনাকারীদের বিচার এখনো হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে এদের বিচারও হবে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার চীন সফর উপলক্ষে বেইজিংয়ে এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘যে স্বপ্ন নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছেন সেই স্বপ্ন পূরণ করাই আমাদের লক্ষ্য। উন্নয়নের পথে অনেক বাধা আছে তা অতিক্রম করেই এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, ‘যারা স্বাধীনতা চায়নি তারাই উন্নতি চায় না এবং তারাই ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের নিজেদের লোকও ছিল।
তিনি আরো বলেন, ‘যারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে তারা ক্ষমতায় থাকলে দেশ উন্নত হয়। আর যারা পাকি (পাকিস্তান) প্রেমে বিভোর থাকে তারা ক্ষমতায় গেলে দেশ রসাতলে যায় তা প্রমাণিত।
শেখ হাসিনা বলেন, ‘যারা দেশের স্বাধীনতা চায়নি তারা দেশকে পঙ্গু করে রেখেছে। তারা দেশের কোনো উন্নয়ন দেখতে পায় না। গণতান্ত্রিক পরিবেশ তাদের পছন্দ নয়। অগণতান্ত্রিক পরিবেশ এ তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘চীন ও ভারতের মতো সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশ ও সরকার স্থিতিশীল আছে বলেই দেশে বিনিয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ