তিউনিসিয়া উপকূলে ১২ দিন ধরে নৌকায় আটকে আছে ৬৪ বাংলাদেশি

তিউনিসিয়া উপকূলে ১২ দিন ধরে একটি নৌকায় আটকে আছে ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসন প্রত্যাশী। রেড ক্রিসেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
তিউনিসীয় কর্তৃপক্ষ নৌকাটিকে তীরে ভিড়তে না দেওয়ায় ১২ দিন ধরে তারা ভাসমান অবস্থায় আছে।
রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, সাগরে ১২ দিন ধরে একটি নৌকায় ৭৫ জন আটকে আছে। এভাবে থাকার পর অভিবাসন প্রত্যাশীদের অবস্থা খুব খারাপ। ভাসমান অভিবাসীদের চিকিৎসা সহায়তা দিতে চিকিৎসকদের একটি দল নৌকাটির কাছে পৌঁছেছে।
রেড ক্রিসেন্ট আরও জানায়, আটকে পড়াদের মধ্যে ৬৪ বাংলাদেশি ছাড়াও মরক্কো, সুদান ও মিসরের অভিবাসীরা রয়েছেন।
ইউরোপে পাড়ি দিতে যাওয়া আফ্রিকান অভিবাসীরা লিবিয়ার পশ্চিম উপকূল ব্যবহার করে। আর এতে টাকার বিনিময়ে সহায়তা করে মানবপাচারকারীরা। লিবিয়া উপকূল থেকে নৌকায় করে রওনা করে তারা। আর এসব পাচারকারী চক্রকে ভেঙে দিতে এবং লিবীয় কোস্টগার্ডকে সহায়তার অংশ হিসেবে ইতালির নেতৃত্বে অভিযান চালানো হয়ে থাকে। এমতবস্থায় মানবপাচারকারীদের খপ্পরে পড়া এসব অভিবাসীর অনেকের জীবন মাঝ সমুদ্রেই থমকে যায়।
উল্লেখ্য, গত মে মাসে ইউরোপে পাড়ি দিতে ভূমধ্যসাগরের তিউনিসীয় উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৫ অভিবাসীর মৃত্যু হয়। শুধু ২০১৯ সালের প্রথম চার মাসে ওই নৌপথে ১৬৪ জনের প্রাণহানি হয়েছে।