Sobujbangla.com | তিউনিসিয়া উপকূলে ১২ দিন ধরে নৌকায় আটকে আছে ৬৪ বাংলাদেশি
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

তিউনিসিয়া উপকূলে ১২ দিন ধরে নৌকায় আটকে আছে ৬৪ বাংলাদেশি

  |  ২১:০৪, জুন ১২, ২০১৯

তিউনিসিয়া উপকূলে ১২ দিন ধরে একটি নৌকায় আটকে আছে ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসন প্রত্যাশী। রেড ক্রিসেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
তিউনিসীয় কর্তৃপক্ষ নৌকাটিকে তীরে ভিড়তে না দেওয়ায় ১২ দিন ধরে তারা ভাসমান অবস্থায় আছে।
রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, সাগরে ১২ দিন ধরে একটি নৌকায় ৭৫ জন আটকে আছে। এভাবে থাকার পর অভিবাসন প্রত্যাশীদের অবস্থা খুব খারাপ। ভাসমান অভিবাসীদের চিকিৎসা সহায়তা দিতে চিকিৎসকদের একটি দল নৌকাটির কাছে পৌঁছেছে।
রেড ক্রিসেন্ট আরও জানায়, আটকে পড়াদের মধ্যে ৬৪ বাংলাদেশি ছাড়াও মরক্কো, সুদান ও মিসরের অভিবাসীরা রয়েছেন।
ইউরোপে পাড়ি দিতে যাওয়া আফ্রিকান অভিবাসীরা লিবিয়ার পশ্চিম উপকূল ব্যবহার করে। আর এতে টাকার বিনিময়ে সহায়তা করে মানবপাচারকারীরা। লিবিয়া উপকূল থেকে নৌকায় করে রওনা করে তারা। আর এসব পাচারকারী চক্রকে ভেঙে দিতে এবং লিবীয় কোস্টগার্ডকে সহায়তার অংশ হিসেবে ইতালির নেতৃত্বে অভিযান চালানো হয়ে থাকে। এমতবস্থায় মানবপাচারকারীদের খপ্পরে পড়া এসব অভিবাসীর অনেকের জীবন মাঝ সমুদ্রেই থমকে যায়।
উল্লেখ্য, গত মে মাসে ইউরোপে পাড়ি দিতে ভূমধ্যসাগরের তিউনিসীয় উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৫ অভিবাসীর মৃত্যু হয়। শুধু ২০১৯ সালের প্রথম চার মাসে ওই নৌপথে ১৬৪ জনের প্রাণহানি হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ