নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত
প্রকাশিত হয়েছে | ২০:৪৮, জুন ১০, ২০১৯

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।
দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে নেয়া হয় চার্জশিটভুক্ত ১৬ জনসহ ২১ আসামিকে। এ সময় ১৬ জনের নামে চার্জশিট গ্রহণ করেন আদালত।
আর পাঁচজনের নাম চার্জশিটে না থাকায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জুন।
গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। চারদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ