ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ১৯ জন আটক
প্রকাশিত হয়েছে | ২২:১২, জুন ০৩, ২০১৯

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ১৯ জনকে আটক করেছে র্যাব।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দীন জানান, ভোর থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার কাঁচপুর, মদনপুর এবং সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঈদুল ফিতরের আগে সন্ত্রাস, চাঁদাবাজি, মলমপার্টি ঠেকাতে র্যাবের গোয়েন্দা দল তথ্য সংগ্রহ করে। এসব তথ্যের ভিত্তিতে চাঁদাবাজ চক্রের ১৯ জনকে আটক করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ