Sobujbangla.com | হন্ডুরাসে মার্কিন দূতাবাসের প্রবেশপথে আগুন
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

হন্ডুরাসে মার্কিন দূতাবাসের প্রবেশপথে আগুন

  |  ২০:৪৬, জুন ০১, ২০১৯

হন্ডুরাসে সরকারের একটি আদেশের প্রতিবাদে প্রায় তিন সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মধ্যে শুক্রবার দেশটির রাজধানীতে মার্কিন দূতবাসের প্রবেশমুখে টায়ারে আগুন জ্বালিয়ে দেন মুখোশ পরা কয়েকজন।
অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই বেশ কয়েকটি টায়ারের আগুনে দূতাবাস এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়।
হন্ডুরাসের প্রেসিডেন্টের এক আদেশের প্রেক্ষাপটে দেশটির হাজার হাজার শিক্ষক ও স্বাস্থ্য বিভাগের কর্মী রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। কারণ ওই আদেশের ফলে অনেকের চাকরি চলে যেতে পারে।
বৃহস্পতিবার বিক্ষোভকারীরা রাস্তায় নামলে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনায় অন্তত ২৫ জন আহত হন।
শুক্রবারের অগ্নিকাণ্ডের ঘটনার জন্য বিক্ষোভকারীদের নেতা ও দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মীদের সংগঠনের প্রধান সুয়েপা ফিগুয়েরোয়া ‘স্বৈরতান্ত্রিক সরকারের অনুপ্রবেশকারীদের’ ওপর দায় চাপিয়েছেন।
এদিকে স্থানীয় একটি টেলিভিশনের ফুটেজে মুখোশ পরা কয়েকজনকে দূতাবাসের প্রবেশমুখে টায়ারে আগুন দিতে দেখা যায়। তবে তারা কারা তা জানা যায়নি এবং প্রবেশমুখে থাকা নিরাপত্তাকর্মীরাও তাদের বাধা দেয়নি।
অগ্নিকাণ্ডের এ ঘটনার একদিন আগে বিক্ষোভকারীদের সহিংসতা সৃষ্টি না করার আহ্বান জানায় মার্কিন দূতাবাস।

এ বিভাগের অন্যান্য সংবাদ