Sobujbangla.com | দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্ত্রিসভায় ডাক পেলেন যাঁরা
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্ত্রিসভায় ডাক পেলেন যাঁরা

  |  ২০:৪৫, মে ৩০, ২০১৯

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ বিজয়ী হওয়ার পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের রাইসিনা হিলে শপথ নেন মোদি। শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
মোদি শপথ নেওয়ার পর একে একে শপথ নিতে থাকেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, সদানন্দ গৌড়া, নির্মলা সীতারমন, নরেন্দ্র সিং তোমার, এনডিএ শরিক দল লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ান, রবিশংকর প্রসাদ, থাওয়ার চন্দ্র গেহলেট, এনডিএ শরিক শিরোমনি আকালি দলের নেত্রী শ্রীমতি হরসিমরত কাউর বাদল, সুব্রহ্মণম জয়শংকর, রমেশ পোখরিয়াল নিশান্ত, অর্জুন মুন্ডা, স্মৃতি ইরানি, হর্ষবর্ধন, প্রকাশ জাভড়েকর, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, মুকতার আব্বাস নকভি, প্রহ্লাদ জোশী, মহেন্দ্রনাথ পান্ডে, অরবিন্দ গণপত সাওয়ান্ত, গিরিরাজ সিং, গজেন্দ্র সিং শেখওয়াত।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন সন্তোষকুমার গাঙ্গোয়ার, ইন্দ্রজিত সিংহ, শ্রীপদ নায়েক, জিতেন্দ্র সিংহ, কিরেন রিজেজু, প্রহ্লাদ সিং পটেল, রাজকুমার সিং, হরদীপ সিং পিরী, মনসুখলাল মান্ডবিয়ার।
এ ছাড়া রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন ফগন সং পুলস্তের, অশ্বিনী কুমার চৌবে, অর্জুনরাম মেঘওয়াল, ভিকে সিংহ, কৃষ্ণপাল গুর্জর, মহারাষ্ট্র বিজেপির সভাপতি রাওসাহেব দাদারাও পটিল দানবে, জি কিষাণ রেড্ডি, গ্যাজরাট পতিদার আন্দোলনের নেতা পুরুষোত্তম রূপালা, রামদাস আঠাওয়ালে, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, পশ্চিমবঙ্গ থেকে এদিন শপথ নেন বাবুল সুপ্রিয়, সঞ্জীব কুমার বালিয়ান, সঞ্জয় ধোত্রে, অনুরাগ সিং ঠকুর, কর্নাটক থেকে নতুন মুখ সুরেশচন্দ্র বসাপ্পার, বিহার থেকে নতুন মুখ নিত্যানন্দ রায়, রতনলাল কাটারিয়া, বি মুরলিধরন, রেনুকা সিং সারুটা, সোমপ্রকাশ, রামেশ্বর তেলি, প্রতাপচন্দ্র সারেঙ্গি, কৈলাস চৌধুরী ও পশ্চিমবঙ্গ থেকে দেবশ্রী চৌধুরী।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমস্টেক দেশের প্রতিনিধিরা। এ ছাড়া বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, কিরঘিজস্তানের প্রেসিডেন্ট সোরোনবে জিনবেকভ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগনউথ, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিনেতা রজনীকান্ত।, বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভানি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ আরো অনেকে।
বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শিল্পপতি ও বিশিষ্টজন মিলিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন আট হাজার অতিথি। বৃহস্পতিবার বিকেলেই অতিথিদের সবাই পৌঁছে যান রাষ্ট্রপতি ভবনে। মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৫২টি শহীদ পরিবারের মোট ৭০ জন সদস্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ