অবৈধভাবে কারও বিদেশ যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

মানুষকে উন্নত জীবন দিতেই কাজ করছে সরকার। তাই অবৈধভাবে বাংলাদেশ না ছাড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নের মডেল। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান। বলেন, এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
এরআগে চার দিনের সফরে স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাপানের টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯টার দিকে ঢাকা ছাড়ে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। এ সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকসহ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। ৩০ মে অংশ নেবেন ফিউচার অব এশিয়া সম্মেলনে।
জাপান সফর শেষে ওআইসি সম্মেলনে যোগ দিতে ৩১মে সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।