Sobujbangla.com | বাংলাদেশ-ভারত মুখোমুখি
News Head
 সারজিস বলেছেন আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও করা হয় রোহিত শার্মার দুই কীর্তি এক শটে বিএসএফ ২২ জনকে পাঠালো চুনারুঘাট সীমান্ত দিয়ে আরও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা বলের চমক আফগানদের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের দারুণ শুরু,। সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে। ধর্ম বর্ন নির্বিশেষে এই দেশ সকলের। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবো,। বাংলা দেশের আগামীর প্রধানমন্ত্রী গন অধিকার পরিষদ থেকেই হবে।

বাংলাদেশ-ভারত মুখোমুখি

  |  ১০:৪৬, মে ৩০, ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দু’দলের জন্যই উপলক্ষটা শুধুই প্রস্তুতির। কিন্তু ক্রিকেটে যখন বাংলাদেশ-ভারত মুখোমুখি, তখন মাঠের বাইরের আবহটা প্রস্তুতির বৃত্তে বন্দি থাকে কি? সম্প্রতি দু’দলের ম্যাচ মানেই তো আগুনে উত্তেজনার নাম। ক্রিকেট ভক্তদের সেই আগুনে রস আহরণের দিন। মঙ্গলবার লন্ডনের কেনিংটন ওভালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে বিরাট কোহলির ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

মোস্তাফিজুর রহমানের প্রথম ওভারটি দেখেশুনে খেলেছিলেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন রুবেল হোসেন। বোলিং এসেই চমক দেখান তিনি। দুর্দান্ত এক ডেলিভারিতে রোহিতের স্ট্যাম্প উপড়ে ফেলেন রুবেল। মাত্র ১ রান করেই সাজঘরে ফিরে যায় রোহিত। দলীয় ৩ রানের মাথায় বিদায় নেন ভারতীয় এই ওপেনার। শুরুর ধাক্কা সামলে উঠতে না উঠতেই আজিঙ্কা রাহানেকে হারিয়ে ফেলল ভারত। রুবেল হোসেনের পর ভারতীয় শিবিরে আঘাত হানলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার সরাসরি বোল্ড করেন রাহানেকে। ১৩ বলে একটি চারে ৮ রান করেই সাজঘরে ফিরে যেতে হলো ভারতের এই ওপেনারকে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান।

ভারত টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। বিরাট কোহলির নেতৃত্বে দেশটি ইংল্যান্ডে পা রেখেছে ট্রফি ধরে রাখার মিশনে। সদ্যই আইপিএল মৌসুম শেষ করায় প্রস্তুতিতে ভারতকে এগিয়ে রাখছেন অনেকেই। এক কথায় বললে তারা টপ ফেভারিট। অন্যদিকে বাংলাদেশ ২০০৬ সালের পর (সেবার বাছাই পর্বে খেলে বাংলাদেশ) এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে র‌্যাংকিংয়ে সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে যেখানে ছিঁটকে যেতে হয়। এটি অবশ্য পুরনো গল্প। বরং নতুন গল্প হলো এখন র‌্যাংকিংয়ে ছয় নম্বরে থাকা দল বাংলাদেশ। যাদের কিনা সব দলই অন্যতম চ্যালেঞ্জ হিসেবে মানতে বাধ্য হচ্ছে।

১ জুন স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসর। তার আগে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। যে ম্যাচে দারুণ ব্যাটিং করে ৩৪১ রান করেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। হেরেছে ২ উইকেটে। ২৪৯ রানে পাকিস্তানের ৮ উইকেট ফেলে দেওয়ার পরও জয় তুলে নিতে ব্যার্থ হয় টাইগাররা। ভারতের বিপক্ষে ম্যাচটি তাই সেই দুঃখ ভুলারও।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে অবশ্য জয় তুলে নিয়েছে ভারত। নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে ৪৫ রানে হারায় তারা। ম্যাচটির গুরুত্ব নিয়ে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল বলেন, অবশ্যই এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ ভারতের বিপক্ষে খেলছি আমরা। আমি নিশ্চিত, সবাই চাইবে ইতিবাচক কিছু করতে। আর এই ম্যাচের একদিন পরই আমাদের প্রথম ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই ম্যাচে ভালো করলে মূল টুর্নামেন্টে দারুণ আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব আমরা।’ বাংলাদেশের সেই ভালোর দিকেই চেয়ে থাকবে সবাই।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান রুম্মন, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ।

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, হার্দিক পান্ডিয়া, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, উমেশ যাদব ও যুবরাজ সিং।

এ বিভাগের অন্যান্য সংবাদ