আগামী পাঁচ বছর কর বাড়ছে না: অর্থমন্ত্রী
আগামী পাঁচ বছর কোনো ধরনের করহার বাড়ানো হবে না। প্রয়োজনে আওতা বাড়িয়ে, আয় বাড়ানো হবে। মঙ্গলবার (৩০ এপ্রিল) এনবিআর ও এফবিসিসিআই আয়োজিত পরামর্শক কমিটির সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেটের আগে সবপক্ষককে নিয়ে এই বৈঠকের রেওয়াজ প্রায় চার দশকের। যেখানে বিস্তৃত পরিসরে উঠে আসে প্রায় সব খাতের দাবি দাওয়া। দীর্ঘ সময় ধরে চলা, এই বৈঠকে শুরুতেই নতুন বাজেট ঘিরে প্রত্যাশা আর পরিবর্তনের খতিয়ান তুলে ধরেন এফবিসিআই সভাপতি। এরপর, দাবি তোলা হয় বিভিন্ন খাতের ব্যবসায়ীদের পক্ষ থেকে।
অর্থমন্ত্রী জানান, বাজেটের পর এসআরও জারি করে, করহার পরিবর্তন করা যাবে না। এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন ভ্যাট আইন কার্যকরের মাধ্যমে, একটি ব্যবসাবান্ধব বাজেট তৈরিতে কাজ করছে সরকার। আর ভর্তুকি দিয়ে ব্যাংক ঋণের সুদ হার কমানোর প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা।
অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে বেশকিছু বড় সংস্কারে হাত দিচ্ছে সরকার। হয়রানিমুক্ত কর ব্যবস্থা, আমলাতন্ত্রের জটিলতাসহ দুর্নীতি কমানোর ক্ষেত্রেও থাকবে কার্যকর উদ্যোগ। পাঁচ লাখ কোটির অঙ্ক ছুঁতে যাওয়া, এবারের বাজেটে সোয়া তিন লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে ব্যবসায়ীদের প্রত্যক্ষ সহযোগিতাও চান মন্ত্রী।
বাজেট বাস্তবায়নের ক্ষেত্রেও দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেয়ার আশ্বাস দেন অর্থমন্ত্রী।
এ সময় নতুন ভ্যাট আইন বাস্তবায়নে সরকারের শক্ত অবস্থান তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, নানা পক্ষের সঙ্গে আলোচনা করেই নেয়া হচ্ছে এই সিদ্ধান্ত। আইনটি যাতে ব্যবসায়ীদের বাড়তি চাপে না ফেলে লক্ষ্য রাখা হচ্ছে সেদিকেও।

আওয়ামী লীগের কেউই রেহাই পাবে না:চিফ প্রসিকিউটর।
তুরস্কের সাথে বৈঠক করলেন এনসিপির নেতারা।
জাতীয় নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ।
বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত।
শাপলা’ প্রতীকের দাবিতে অনড় দলটি, ইসির চিঠির জবাব দেবে এনসিপি,
বাংলাদেশিদের ভিসা সহজ করতে অনুরোধ আমিরাতে কর্মসংস্থান।
ধর্মের ভিত্তিতে জাতির বিভাজন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সালাহউদ্দিন আহমদ বলেন। 